সোজা কথায় বলতে গেলে “রঙ পল্লী” আমাদের কাছে একটি স্বপ্নের নাম। এখানে পোশাকের মাধ্যমে সাধনা আর সাধ্যের একটা সমন্বয় করার চেষ্টা করা হয়েছে। তাঁত ও জামদানী শিল্পের ঐতিহ্য সম্পর্কে আমাদের সবারই কম বেশি জানা আছে; এই শিল্পের পরিচিতির ব্যপ্তি নিয়ে আমাদের এই পথ চলার শুরু। খুব কাছের কিছু বন্ধুদের নিয়ে আমরা গড়ে তুলেছি এই মঞ্চ ,যেখানে থাকবে সুন্দর আর ঐতিহ্যের প্রদর্শন। আমাদের অনেক আগে থেকেই ইচ্ছে ছিল এমন একটা পেজ করার যেখানে আমরা আমাদের ভাল লাগার জায়গটা সবার সাথে ভাগাভাগি করতে পারি।আমরা ধীরে ধীরে মাধুর্য্যপুর্ন ও রুচিশীল ফ্যাশন পন্যগুলো নিয়ে হাজির হব আপনাদের মাঝে।সকলের ভালবাসা আর সহযোগীতায় এগিয়ে যেতে চাই বহুদুর আর ধরে রাখতে চাই আমাদের নিজস্বতা।